Click Here

Bollywood

জলবায়ু পরিবর্তনের জেরে ছোট হয়ে যাচ্ছে জীব

ছোট হয়ে যাচ্ছে জীব তার একটাই কারন জলবায়ূ পরিবর্তন
তাপমাত্রা বাড়তে থাকা আর পানিস্বল্পতার কারণে পৃথিবীতে ক্রমেই ছোট হচ্ছে প্রাণী এমনকি গাছপালাও। এমন কথাই বলছেন গবেষকরা। আগামী দিনগুলোতে খাদ্য উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তারা সতর্ক করে দিয়েছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডেভিড বিকফোর্ড বলেন, খাদ্যশস্য এবং প্রাণী আকৃতিতে ছোট হয়ে আসতে থাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে।
বিকফোর্ড তার সহকর্মী জেনিফার শেরিডান ফসিল রেকর্ড সম্পর্কিত ডজনখানেক গবেষণা পর্যালোচনা করেছেন যেগুলোতে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহু প্রজাতির গাছপালা এবং প্রাণী যেমন : মাকড়শা, গোবরে পোকা, মৌমাছি পিঁপড়া সময়ের সঙ্গে সঙ্গে অনেক ছোট হয়ে এসেছে। প্রমাণ হিসেবে তারা একটি পরীক্ষণের কথা উল্লেখ করেছেন যেখানে প্রতি ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন গাছপালার শাখা-প্রশাখা ফলমূল আকৃতিতে ছোট হয়ে গেছে। এছাড়া প্রতি ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের কারণে সামুদ্রিক বহু প্রাণীর আকৃতি শতকরা দশমিক থেকে শতাংশ কমে গেছে। মাছের ক্ষেত্রে হার আরও অনেক বেশি, শতকরা থেকে ২২ ভাগ। উষ্ণতা বৃদ্ধির কারণে আগামীতে ছোট আকৃতির মানুষই দীর্ঘদিন টিকে থাকবে, খরার কারণে সন্তানসন্ততি ছোট আকৃতির হবে এবং এভাবে মানুষের গড় আকৃতি ছোট হয়ে যাবে এমনও বলা হয়েছে গবেষণায়। রয়টার্স
সূত্র:- ডেসটিনি ডেস্ক
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Ten Listed - All Rights Reserved
Youtube