Click Here

Bollywood

এভারেস্ট এশিয়া পর্বতমালা


দুনিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গটি বলতে গেলে আমাদের ঘরের কাছে। ১৮৫৬ সালে প্রথম শৃঙ্গটির উচ্চতা মেপে বের করা হয়। পৃথিবীর উচ্চতম এই বিন্দুটিকে ঘিরে আগ্রহের শেষ নেই। যেকোন পর্বত আরোহীর আজন্ম স্বপ্ন এভারেস্ট জয়। ২০১০ সাল পর্যন্ত ৩১৪২ জন আরোহী নাম লিখিয়েছেন এভারেস্টজয়ীর খাতায়। ১৯৫৩ সালে শুরুটা করেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি, সাথে ছিলেন শেরপা তেনজিং নোরগে।
সর্বোচ্চ চূড়ায় উঠার ভাগ্য সবার হয় না, অনেকে বেঘোরে প্রাণও হারান। ২২০ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে ইতোমধ্যেই। তবে অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য এভারেস্টের হাতছানি এড়ানো সত্যিই মুশকিল। এভারেস্টের উচ্চতা হাজার ৮৪৮ মিটার। ১৯৫৩ সালে প্রথম সফল অভিযান করেন স্যার অ্যাডমন্ড হিলারি তেনজিং নোরগে
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Ten Listed - All Rights Reserved
Youtube