Click Here

Bollywood

আপনার Facebook এর তথ্য ব্যাকআপ রাখুন।

সামাজিক যোগাযোগের এক মাত্র মাধ্যম হল ফেসবুক আমরা ফেসবুকের মাধ্যমে প্রয়োজনীয়  বিভিন্ন তথ্য সবার সাথে শেয়ার করি।যেমন- আমরা বিভিন্ন স্ট্যাটাস লিখি বা আমরা বিভিন্ন ছবি ফেসবুকে আপলোড করি বা বিভিন্ন মুভি ডাউনলোড করি  কিন্তু  এমন যদি হয় যে,  আপনার একাউন্ট অ্যাকাউন্ট হ্যাক বা ডিজেবল হয়ে গেল ফলে হায় হায় করতে হবে তাই না ? আমি বলি না হায় হায় করার দরকার নেই আমি এখন কি

করে ফেসবুকের ব্যাকআপ রাখতে হয় তা জানাব
সুতারং  আমাদের সবার  উচি হবে অ্যাকাউন্ট এর যাবতীয় সবকিছু ব্যাকআপ করে রাখা। কিন্তু কিভাবে ?
এত ছবি আর এত স্ট্যাটাস ম্যানুয়ালী ব্যাকআপ রাখা সম্ভাব তা বলছি। সবার  সুবিধার জন্যই ফেসবুক সম্প্রতি এই ব্যাকআপ সুবিধা চালু করেছে। নিচের পদ্ধতি অনুসরন করে আপনিও আপনার একাউন্ট এর যাবতীয় তথ্য একটি Zip ফাইল  হিসেবে ডাউনলোড করে রাখতে পারবেন
| প্রথমে আপনার Facebook অ্যাকাউন্ট এর Account Settings অপশন- যান
| এবার যেই পেজটি খুলবে সেখানে একেবারে নিচে দেখুন Download a copy of your Facebook data. লেখা থাকবে এখানে ক্লিক করলে এই লেখা আসবে  Download Your Information নামে একটি অপশন পাবেন। তার পাশে Learn More লেখা বাটনে ক্লিক করুন। এরপর আপনার একাউন্টের ব্যাকাপ তৈরি হয়ার পরে  ফেসবুক থেকে আপনাকে মেইল পাঠাবে। সেখান থেকে আপনি আপনার ফেসবুকের তথ্যসমূহের  ব্যাকাপ করে আপনার পিসিতে রাখতে পারবেন ওয়েব ব্রাউজারের সাহায্যে সেগুলো অফলাইনে ব্রাউজ করতে পারবেন।

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Ten Listed - All Rights Reserved
Youtube