Click Here

Bollywood

ভাইরাসের উপস্থিতি বোঝার উপায়।

বন্ধরা আজ অপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রয়োজনীয় বিষয় চলুন শুরু করা যাক।
যারা নতুন কম্পিউটার ব্যবহার করছেন ভাইরাসের ব্যাপারে অভিজ্ঞ হন না। ফলে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না কম্পিউটার তার অজান্তে ভাইরাসে আক্রান্ত হয়েছে কি-না। সে ক্ষেত্রে নিচের বিষয়গুলো একটু লক্ষ্য করলেই নিশ্চিত হওয়া যাবে কম্পিউটারে ভাইরাস আছে কি-না :

কম্পিউটারের গতি ধীর হয়ে যাবে।
সফটওয়্যার, গেমস এমনকি অডিও-ভিডিও ফাইল চালু হতেও সময় নেবে বেশি।
ডিস্কে ব্যাড সেক্টর বারবার দেখাবে।
ওয়ার্ড, নোটপ্যাড ফাইলের ফন্ট নষ্ট হয়ে যেতে পারে।
র্যাম, এজিপি কম দেখাতে পারে।
ডিস্কের ভলিউম লেবেল পরিবর্তন হয়ে যেতে পারে।
কোনো কিছু সেভ হতে বা লোড হতে বেশি সময় নেবে।
সিডি, ডিভিডি কপি হতে বেশি সময় নেবে।
হার্ডডিস্কে জায়গা কমে যেতে পারে।
অজানা এক্সটেনশনযুক্ত ফাইল দেখা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম রান করবে বা বন্ধ হবে।
ফোল্ডার অপশন মুছে যাবে।
ওয়ার্ডে বা নোটপ্যাডে কিছু লিখলে তা অনেক ক্ষেত্রেই সেভ করা যাবে না।
কিবোর্ড মাউস ব্যবহারে সমস্যা হতে পারে।
যে গেম আগে ঠিকভাবে চলত সেগুলো কোনো কারণ ছাড়াই চলার সময় বারবার আটকে যাবে।
পিসি হ্যাং করতে পারে।
টাস্ক ম্যানেজার কাজ করবে না।
অনেক ক্ষেত্রে বিভিন্ন ফোল্ডারের আইকন পরিবর্তন করা যায় না


    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Ten Listed - All Rights Reserved
Youtube